চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় পৃথক অভিযানে ৫৫ জেলে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে জেলা টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বাকি ২১ জেলের নামে নিয়মিত মামলা দায়ের করেছে নৌ পুলিশ।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম জানান, রবিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ জন অসাধু জেলে আটক এবং এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নৌ পুলিশ ও কোস্টগার্ড সহযোগিতা করেন। এসময় কচুয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরা অবস্থায় ৩৫ জেলেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিন করে এবং ১ জনকে এক বছর কারাদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। আর বাকী ২১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন