জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে চুয়াডাঙ্গায় রোডশো ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকালে শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত রোডশোতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক (ইঞ্জি.) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, মোটরযান পরিদর্শক আবু জামাল, ট্রাফিক সার্জেন্ট অনিমেষ রায় ও আল আমিন।
পরে শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনে সচেতনামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রোভার, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএ