চাঁপাইনবাবগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম ও স্বেছাচারিত এবং নৈতিকস্খল জনীত অভিযোগ হওয়ায় উপজেলা চেয়াম্যানের পদ অপসারন করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপ-সচিব মাহবুবা আইরিন সাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে অপসারণ করা হয়। তবে এ প্রজ্ঞাপন জারি করা হয় ১৯ অক্টোবর।
প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুল কাদেরের বিরুদ্ধে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং নৈতিক স্খলনজনিত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাই উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধিত) আইন, ২০১১ এর ১৩ (১) (খ) ও (গ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনের ১৩ (২) ধারা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে নাচোল উপজেলা পরিষদের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষ জারিকৃত আদেশ কার্যকর করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করেন উপ-সচিব মাহবুবা আইরিন।
প্রজ্ঞাপনে তিনি উল্লেখ করেন, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে অপসারণ করা হয়েছে। একই দিনে পৃথক একটি পত্রে নির্বাচন কমিশনকে নাচোল উপজেলা পরিষদ শূন্য হওয়ায় উপ-নির্বাচন আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন উপ-সচিব মাহবুবা আইরিন।
স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান জানান, রোববার সন্ধ্যায় আমরা এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপ-সচিব মাহবুবা আইরিন সাক্ষরিত প্রজ্ঞাপনের কপি হাতে পেয়েছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ