সাভারে আশুলিয়ার এবার নকল ওরস্যালাইন ও টেস্টি স্যালাইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। রবিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে নকল স্যালাইন ও ইনো তৈরির এই কারখানার সন্ধান পায়।
এসময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও টেস্টি স্যালাইন, স্যালাইন তৈরির উপকরণ জব্দ করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে দুইজনকে আটকও করা হয়। আটক দুই ব্যক্তি হলেন- মোল্লা (৩৮) ও সবুজ (৩২)। আশুলিয়ার থানার ওসি তদন্ত রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও টেস্টি স্যালাইন, স্যালাইন তৈরির উপকরণ জব্ধ করা হয়। পাশাপাশি দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, ওই বাড়িতে নকল ওরস্যালাইন ও টেস্টি স্যালাইন তৈরি হচ্ছিল। স্যালাইনগুলো তৈরির পর সেগুলোর গায়ে বিভিন্ন খ্যাতনামা কোম্পানি ও ব্র্যান্ডের নাম ব্যবহার করা হতো। এসময় পুলিশ ওই নকল কারখানার দুই কর্মচারীকে আটক করে। তবে অভিযানের খবর খেয়ে কারখানার তিন মালিক গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সবুর খান বলেন, নকল ওই স্যালাইন কারখানার তিন মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে ও বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ