মেহেরপুরে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও জেলার সুধীজনদের সাথে মত বিনিময় করেছেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্বে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মনসুর আলম খান। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: জিল্রুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস। এসময় মেহেরপুর জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এর আগে খুলানা বিভাগীয় কমিশনার মো: জিল্লুর রহমান চৌধুরী মুজিবনগরর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেনে।
বিডি প্রতিদিন/এএ