পিরোজপুর জেলা কবি সংসদ বাংলাদেশ এর আয়োজনে '২৪ বছরে কবি সংসদ' প্রতিপাদ্য নিয়ে কবিতা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক।
পিরোজপুর জেলা কবি সংসদ বাংলাদেশ এর সভাপতি ডা. এস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর জেলা কবি সংসদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অলোক মিত্র।
বিডি প্রতিদিন/এএ