মাগুরা সদর উপজেলার ডহরসিংড়া গ্রামে গত শনিবার রাতে মহিবুল্লা খান ( ২১) নামে এক যুবক তার চাচার হাতে খুন হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, শনিবার বিকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিবুল্লাহর সাথে তার চাচা রেজা খানের বাকবিতান্ডব হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে রেজা খান মহিবুল্লার ওপর হামলা চালালে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত নয়টার দিকে এ্যাম্ববুন্সের মধ্যে সে মারা যায়। নিহত মহিবুল্লাহ দহরসিংড়া গ্রামের রবিউল খানের ছেলে। ঘটনার পর থেকে রেজা খান পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/এএ