খুলনায় মামলা দায়েরের ছয় ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি শাহ আলম আকনকে (৬২) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৬ এর সদস্যা।
র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার সাইদুজ্জামান জানান, গত ৫ নভেম্বর রাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে অনুমানিক রাত ১টার দিকে শাহ আলম আকন নগরীর পাওয়ার হাউজ মোড়ের একটি অন্ধকার গলিতে ওই নারীকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার ধর্ষণের শিকার গৃহবধূর বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নগরীর রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহ আলম আকনকে গ্রেফতার করা হয়। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন