কক্সবাজার থেকে পাচারকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে বাসে তল্লাশি চালিয়ে বিপন্ন প্রাণী একটি সজারু ও দুইটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। এ সময় বন্যপ্রাণী পাচারকারী কুমিল্লার মুরাদনগর করইবাড়ি দক্ষিণ পাড়া ২নং ওয়ার্ডের নোয়াব মিয়ার ছেলে এরশাদকে (৩৫) আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আতিকুর রহমান বলেন, হানিফ বাসে বন্যপ্রাণী পাচার হচ্ছে সংবাদের ভিত্তিতে চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে একটি বাস থামানো হয়। বাসে তল্লাশি চালিয়ে বিপন্নপ্রায় প্রাণীগুলো উদ্ধার করা হয়। পাচারকারী এরশাদকে আটক করা হয়।
ওসি বলেন, উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়স্থলে প্রেরণের জন্য চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচার করার দায়ে পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল