ফেনীর সোনাগাজীতে জমাদার বাজারে ডাকাতদের কোপে গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী অর্জুন ভাদুড়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অর্জুন ভাদুড়ীর ভাই মানিক ভাদুড়ী।
১১ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান তিনি। এতদিন তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন।
গত ৩০ অক্টোবর সোনাগাজীর জমাদার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে অজ্ঞাত ডাকাত দল কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
অর্জুন ভাদুড়ীর স্বজনরা জানান, এ ঘটনায় মারাত্মকভাবে মাথায় ও শরীরে আঘাত পেয়েছেন অর্জুন ভাদুড়ী। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। একপর্যায় আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এমআই