আনন্দঘন পরিবেশে নেত্রকোনায় লেখক-ভক্তদের উদ্যোগে এবারো পালিত হচ্ছে হুমায়ুন আহমেদের ৭৪তম জন্মদিন উপলক্ষে হিমু উৎসব। প্রতিবারের ন্যায় তারুণ্য নির্ভর সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে হিমু-রূপা সেজে তরুণ-তরুণীদের এক আনন্দ শোভাযাত্রা বের হবে শহরে।
রবিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় সাতপাই নদীর পাড় থেকে শোভাযাত্রাটি নিয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চ পর্যন্ত হেঁটে যাবে নানা বয়সের হিমু-রূপারা। প্রতিবারের ন্যায় শোভাযাত্রার উদ্বোধন করবেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য বুদ্ধিজীবী প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। এরপর শোভাযাত্রা শেষস্থলে কেক কাটা অনুষ্ঠিত হবে।
পরে সন্ধ্যায় সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা ও লেখকের সিনেমা-নাটকে ব্যবহৃত গান-নৃত্য নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় শহরের পাবলিক হল মিলনায়তনে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এতে মুখ্য আলোচক হিসেবে থাকছেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আফজাল রহমান।
এছাড়াও দিবসটি উপলক্ষে লেখকের জন্মস্থান মোহনগঞ্জে নানার বাড়ি শেখ বাড়িতে দোয়া মাহফিল ও কেক কাটা এবং লেখকের পৈতৃক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত বিদ্যাপিঠেও দোয়া কেক কাটার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই