সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ২ দিন পর নদী থেকে মো. মনির হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মনির পৌর সদরের রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশাচালক মো. হারুন অর রশিদের ছেলে। সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন