নাটোরের গুরুদাসপুরে নির্ধারিত কৃষকের কাছে সার বিক্রি না করায় বিসিআইসি অনুমোদিত এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। (১১ নভেম্বর) রাতে উপজেলার চাঁচকৈড় বাজারের বিসিআইসি ডিলার মেসার্স প্রগতী ভান্ডার নামের প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী সামসুল হক শেখকে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল।
জানা যায়, শুক্রবার রাতে পাশ্ববর্তী চাটমোহর উপজেলার এক কৃষকের কাছে ৩০ বস্তা সার বিক্রি করেছিলো মেসার্স প্রগতি ভান্ডারের পরিচালক আলমগীর শেখ। এক উপজেলা থেকে অন্য উপজেলার কৃষকদের কাছে সার বিক্রির সরকারী বিধি নিষেধ থাকলেও আইন উপেক্ষা করে ৩০ বস্তা সার বিক্রি করেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে ওই সার জব্দ করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয় সামসুল হক শেখকে।
বিডি প্রতিদিন/হিমেল