ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় গ্রামের টেকনিক্যাল কলেজের ছাত্র শাহেদ মালিক রেজওয়ান (২৩) মারা গেছেন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ শহরের বাসস্ট্যান্ড পাড়ার ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে এবং সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান জানান, বেলা সাড়ে তিনটার দিকে শাহেদ রেলগেট এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় একটি ভ্যান তাকে ধাক্কা দেয়। ভ্যানের ধাক্কায় শাহেদ রাস্তার ওপর ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়।
ওসি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম