১ ডিসেম্বর, ২০২২ ২২:৩১

'বারি আলু-৪০ ও ৬২ অধিক ফলনশীল এবং রপ্তানিযোগ্য'

কুমিল্লা প্রতিনিধি:

'বারি আলু-৪০ ও ৬২ অধিক ফলনশীল এবং রপ্তানিযোগ্য'

বারি গাজীপুরের কন্দাল ফলন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তার কৃষকদের উদ্দেশ্যে বলেন, বারি আলু-৪০ সাদা এবং ৬২ এর রঙ হালকা হলুদ। এই আলু রোগ প্রতিরোধী, বেশি দিন সংরক্ষণ করা যায়। অধিক ফলনশীল এবং রপ্তানিযোগ্য হওয়ায় এর বীজ আপনাদের মাঝে বিতরণ করা হয়েছে। এ আলু চাষ করে আর্থিকভাবে বেশি লাভবান হওয়া যাবে। 

কুমিল্লায় কৃষকদের মাঝে আলু বীজ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। 

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুমিল্লার আয়োজনে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ প্রকল্পের আর্থিক সহযোগিতায় এই বীজ বিতরণ করা হয়। 

২৯ নভেম্বর বারি কুমিল্লার অফিস আঙ্গিনায় ২ টন বারি আলু-৪০ ও বারি আলু-৬২ এর বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বারি কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ উবায়দুল্লাহ্ কায়ছার, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আলমগীর সিদ্দিকী,বারি কুমিল্লার পিএসও ড. হাবিবুর রহমান তুহিন, বারি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুক্তার হোসেন ভূইয়া, বারি কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শামীমা সুলতানা, বারি কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মহিবুর রহমান।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর