বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারাবিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশ। প্রতিদিন প্রিয় দলের সাপোর্টররা নানা কর্মসূচিতে ব্যস্ত। দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তারা।
শনিবার মুন্সীগঞ্জে নিজের চুল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন মো. তুহিন নামের এক সাপোর্টার। তিনি সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজারের বাসিন্দা। ছোট বেলা থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসছেন তিনি। গত ৪ বিশ্বকাপ ধরে রং তুলি দিয়ে নিজেকে আর্জেন্টিনার পতাকা রঙে এভাবে সাজিয়ে আসছেন। এবারও তার ব্যতিক্রমী উদ্যোগ সবাইকে অবাক করেছে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় আজকের রাতের আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার খেলা উপলক্ষে গালে ও শরীরের বিভিন্ন স্থানে প্রিয় দলের পতাকা স্ট্যাটু করে ও টিশার্ট পরে আনন্দে মেতেছে আর্জেন্টিনা সাপোর্টাররা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ