গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বুধবার বিকেলে সুমাইয়া আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার খিদ্রমাটিয়া গ্রামের সোহরাব আলী শেখের মেয়ে সুমাইয়া আক্তার (১৮)। উপজেলার মৌচাক এলাকায় সিজলের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৮ মাস পূর্বে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন আশিক-সুমাইয়া দম্পতি। বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য নানাভাবে চাপ প্রয়োগ ও নির্যাতন করে আসছিল সুমাইয়া আক্তারকে। বুধবার সকাল থেকে সুমাইয়া আক্তারকে তার শাশুড়ি ও স্বামী আশিক আকন্দ মারধর করেন, এর জের ধরে বুধবার বিকেলে সুমাইয়ার ঘরের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশী ও তার স্বজনরা পুলিশে খবর দিয়ে দরজা ভেঙে দেখতে পান সুমাইয়ার লাশ। পরে কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএ