বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) 'জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে কর্মশালা পরিচালনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব শেখ হাফিজুর রহমান। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর ড. মো. মোতাহার হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদারসহ এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার/সহকারী পরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        