২৩ ডিসেম্বর, ২০২২ ২০:২৯

পদ্মাসেতুর টোল প্লাজার কাছে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মাসেতুর টোল প্লাজার কাছে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

বরিশালগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রিত হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া মুন্সীগঞ্জের লৌহজংয়ের খানাবাড়ী এলাকায় পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন আইল্যান্ডের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উঠে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হায়দার জানান, শুক্রবার বিকাল ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রিত হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। বাসটি উল্টে যায়। বাসের ভেতর থাকা যাত্রীরা কমবেশি আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর