২৪ ডিসেম্বর, ২০২২ ১১:০২

উখিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী

কক্সবাজারের উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ ফরিদ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার উত্তর স্টেশনস্থ জিএমএস কমিউনিটি সেন্টারের সামনে কক্সাবাজার-টেকনাফগামী পাকা রাস্তার কাছে অভিযান পরিচালনা করে। এসময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ ও প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পশ্চিম পাগলির বিল এলাকার মিয়া হোছনের ছেলে ফরিদ আলম (৪৫)। এছাড়া একই এলাকার ঠান্ডা মিয়ার ছেলে উবায়দুল হক (৩৫) কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করেছেন। সে ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর