২৪ ডিসেম্বর, ২০২২ ২০:১৪

শরণখোলায় একরাতে দুই কৃষকের ৪ গরু চুরি

বাগেরহাট প্রতিনিধি

শরণখোলায় একরাতে দুই কৃষকের ৪ গরু চুরি

প্রতীকী ছবি

বাগেহাটের শরণখোলা উপজেলায় এক রাতে দুই কৃষকের চারটি গরু চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের কৃষক মো. রেজাউল হাওলাদার  ও হক হাওলাদারের বাড়ীতে এই ঘটনা ঘটে।

কৃষক মো. রেজাউল হাওলাদার জানান, শুক্রবার দিবাগত রাতে গোয়াল ঘর থেকে তিন লাখ টাকা মূল্যের তিনটি গাভী এবং একই গ্রামের আ. হক হাওলাদারের গোয়াল থেকে ৭০ হাজার টাকা মূল্যের একটি গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা। এলাকাবাসীর ধারণা, গরুগুলো ট্রলারযোগে কোথাও নিয়ে গেছে চোরেরা। একই রাতে চারটি গরু চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গরু হারিয়ে ওই দুই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, কৃষকদের ৪টি গরু চুরির বিষয়টি জানার পর খোঁজ-খবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিডিপ্রতিদিন/কবিরু

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর