বরিশালে পরিত্যাক্ত এক ব্যাগের মধ্যে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে নানা গুজব ডালপালা মিললেও পাশের একটি বেসরকারী হাসপাতাল থেকে অপারেশনের মাধ্যমে বিচ্ছিন্ন করা পা ব্যাগে ভরে সেখানে ফেলে দেয়ার প্রমাণ পেয়েছে পুলিশ।
রবিবার মধ্যরাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বান্দ রোডের পাশে পরিত্যাক্ত অবস্থায় বাজারের ব্যাগে ভরা একটি কাটা (বিচ্ছিন্ন) পা উদ্ধার করে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম জানান, সংলগ্ন রাহাত আনোয়ার হাসপাতালে অপারেশনের মাধ্যমে পায়ে পচন ধরা এক ব্যক্তির পা বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্ন পা ব্যাগে ভরে অজ্ঞতাবশত বান্দ রোডের পাশে ফেলা হয়েছে। এ বিষয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।বিডি প্রতিদিন/এএ