ভাঙ্গার ইউএনও'র পরিচয়ে মোবাইলে উপজেলার বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবির অভিযোগ উঠেছে। একটি প্রতারক চক্র এ ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাঙ্গা উপজেলাবাসীকে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন।
সোমবার (২৬ ডিসেম্বর) 'ইউএনও ভাঙ্গা' ফেসবুক আইডিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন লিখেছেন, আমার পরিচয় দিয়ে প্রতারক চক্র মোবাইলে কল করে বিভিন্নভাবে টাকা নেয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। আমার কোনো কাজের সাথে কারো কোনো লেনদেনের সম্পর্ক অতীতেও ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। দয়া করে যে কোনো ধরণের লেনদেন থেকে বিরত থাকবেন। অপরাধীকে সনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।
ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুন্সী মনিরুজ্জামান বলেন, আমার কাছেও এ ধরনের ফোন এসেছিল। আমার ইউনিয়নে আরও কয়েকজন এ রকম ফোন পেয়েছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। এ চক্র সনাক্তকরণের চেষ্টা চলছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, বিভিন্ন নাম্বার থেকে আমার পরিচয়ে অনেকের কাছে নানা রকম কাজের কথা বলে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি জানার পরে ঐ সব নম্বর সংগ্রহ করে থানা পুলিশকে অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল