২৯ ডিসেম্বর, ২০২২ ১৪:২৬

খাগড়াছড়িতে ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাাপনী অনুষ্ঠিত বৃহস্পতিবার খাগড়াছড়ি প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের সার্টিফির্কেট প্রদান করেন।  

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউটের উপ-পরিচালক জাকির হোসেন, চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী। দুই দিনব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন অংশগ্রহণ করেন।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর