ঠাকুরগাঁওয়ে ৮দিন ব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক মামুন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল