শিরোনাম
৪ জানুয়ারি, ২০২৩ ১৫:৩৮

টেকনাফে পুলিশের অভিযানে মদসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে পুলিশের অভিযানে মদসহ আটক ২

বিদেশি মদসহ আটক ২ ব্যক্তি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা সাকিনস্থ জনৈক সালেহ আহম্মেদের বসতবাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমে জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা সাকিনস্থ জনৈক সালেহ আহম্মেদের বসতবাড়ির সামনে থেকে জাহিদুল ইসলাম (২১) এবং আব্দুল হামিদকে (২১) আটক করা হয়। তাদের কাছে ৩৮ বোতল মদ পাওয়া যায়। ওসি জানান, বিদেশি মদ উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর