ঠান্ডা বাতাসের দাপট, শীত জেঁকে বসেছে শেরপুরের নালিতাবাড়ীতে। হিম হিম ঠান্ড আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু নিম্ন আয়ের মানুষ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশন। বুধবার উপজেলার নয়াবিল ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় মো.নরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাগীব হাসান ভাষণ। এ ছাড়াও খন্দকার জাহিদ হাসান তুহিন, হাবিবুর রহমান হবি, ডন মিয়া, নাজমুল হাসান তানভীর, জাকারিয়া ইসলাম জয়, মেহেদী হাসান মামুন, মাজহারুল ইসলাম ও মঞ্জুরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একশত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ