পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় এই জরিমানা করা হয়। ৫ টি পরিবহন চালককে পাঁচ হাজার টাকা জরিমানা নগদ আদায় করা হয়। এছাড়া নিষিদ্ধ হর্ন অপসারণ করা হয়। এসময় আরো কিছু পরিবহনকে সতর্ক করা হয়। শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
বৃহস্পতিবার বিকালের এই মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল