মৌলভীবাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
রবিবার দুপুরে মৌলভীবাজার শহরের শহীদ মিনার এলাকা থেকে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রার পূর্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি বাবু স্বাগত কিশোর দাশ, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান ও মুশাররফ হোসেন বাদশা প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম