শিরোনাম
১২ জানুয়ারি, ২০২৩ ১৭:২৩

জয়পুরহাটে অস্ত্র ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে অস্ত্র ব্যবসায়ী আটক

জয়পুরহাটে ফারুক হোসেন নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‌্যাব-৫) এর সদস্যরা। আটক অস্ত্র ব্যবসায়ী ফারুক হোসেন পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।

আজ বৃহস্পতিবার ভোরে জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, আটককৃত অস্ত্র ও মাদক ব্যবসায়ী  ফারুক হোসেন ভারত থেকে অবৈধ পথে অস্ত্র, মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে এলাকার বিভিন্ন মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। ভোর রাতে অস্ত্র ও মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালায় র‌্যাব। এসময় তার কাছ থেকে  একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। ফরুক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ ১৩টি মামলা রয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর