লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের টাউন হল মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন ড. নিম চন্দ্র ভৌমিক। প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, মিলন কান্তি দত্ত, মনিন্দ্র কুমার নাথ প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে বিকেলে নতুন কমিটি ঘোষণা করার কথা ছিল।
বিডি প্রতিদিন/এমআই