জয়পুরহাটে ভাড়া বাড়িতে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হিরা নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শহরের বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হিরা পাঁচবিবির মাস্টারপাড়া এলাকার ফজলে করিম বাবুয়ার ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কােম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত হিরা ওই তরুনীকে একটি ভাড়া বাড়িতে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার র্যাব ক্যাম্পে অভিযোগ করে। পরে তাদের অবস্থান সনাক্তকরণের মাধ্যমে গত রাতে বিশ্বাসপাড়া এলাকা থেকে ওই তরুনীকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ