গাজীপুরে পুলিশের হেফাজতে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ তুলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় মহাসড়কে দুটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত ওই ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪০)। তিনি গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় বসবাস করতেন।
পুলিশের নির্যাতনে থানায় মৃত্যুর অভিযোগ তুলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার সকালে (১৮ জানুয়ারি) ওই সড়কে নামে।
স্থানীয়রা জানায়, মোবাইলে বিট কয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানার পুলিশ। পরে রাতে তারা জানতে পারেন রবিউল মারা গেছে। সকালে এ ঘটনায় এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয় বিক্ষিপ্ত জনতাদের। প্রায় এক ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এর যান চলাচল স্বাভাবিক হয়।
অবশ্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান জানান, গত রাতে স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। বাসায় ফেরার পথে গাড়ি চাপায় সে মারা গেছে। তবে এলাকাবাসীর অভিযোগ ও তদন্ত করে দেখা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা