কক্সবাজারের উখিয়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবু তাহের (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মধ্যম ছেপটখালীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের ছেপটখালী পূর্ব পাড়ার সৈয়দ হোসেনের পুত্র এবং ওই ট্রাক্টরের চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আবু তাহের তার চালিত ট্রাক্টরটি বন্ধ অবস্থায় ঠেলে সরাতে চেষ্টা করছিলেন। এসময় ট্রাক্টরটি এক পর্যায়ে হর্ঠাৎ পেছনে সরে এসে তার গায়ের উপর উঠে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম