কক্সবাজারের টেকনাফে পুকুরে ডুবে সাদিয়া আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু সাদিয়া আক্তার উপজেলার হোয়াইক্যং নয়াপাড়ার মো. নুরুল্লাহ’র কন্যা।
সাদিয়া আক্তারের মা সাহেনা আক্তার জানান, বিকালের দিকে উনচিপ্রাং এলাকায় জুনায়েদের ভাড়া বাসায় রান্না ঘরের কাজ করছিলেন তিনি। তখন সাদিয়া আক্তার বাইরে খেলা করছে। পরে প্রায় আধা ঘণ্টা পর সাদিয়া আক্তারকে খুঁজতে গেলে বাড়ির ভেতরে থাকা পুকুরে তার মরদেহ পানিতে ভাসতে দেখে। তখন তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুকুর থেকে শিশু সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, হোয়াইক্যং উনচিপ্রাংয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে এসআই মুজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্সকে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই