বরিশাল নগরীর কাউনিয়ায় শ্রমিক ফ্রন্টের ৫ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচীর আয়োজন করে তারা।
সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ও আইউব আলী প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারী শ্রমিক ফ্রন্ট ও সংগ্রাম পরিষদের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শ্রমিক ফ্রন্টের ৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করে। বক্তারা দায়েরকৃত ওই মামলা মিথ্যা দাবি করে ওই মামলা থেকে সকলকে অব্যাহতি এবং গ্রেফতারকৃতের মুক্তির দাবি জানান।
সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন