“হৃদয়ে বীণাপাণি”-এই শ্লোগানকে বুকে ধারণ করে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ৯২ বছরে এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দিনটি পালন উপলক্ষে ৪ প্রজন্মের শিক্ষার্থীরা একত্রিত হতে পেরে সকলেই আনন্দ প্রকাশ করেছে। দেশের বিভিন্ন স্থান ছাড়াও যারা প্রবাসী তারাও অনেকে হাজির হয়েছিলেন এই পুনর্মিলনী অনুষ্ঠানে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থল গোপালগঞ্জ মহিলা কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে প্রাক্তন শিক্ষার্থী ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পুরোনো দিনের স্কুল জীবনের স্মৃতির বর্ণনা করেন। ৪ প্রজন্মের মিলনমেলায় আগতরা সবাই তাদের আনন্দ উচ্ছ্বাসের কথা জানান।
পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন