২১ জানুয়ারি, ২০২৩ ১৯:৩৫

নাটোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বরণ ও শিক্ষা ওরিয়েন্টেশন

নাটোর প্রতিনিধি

নাটোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বরণ ও শিক্ষা ওরিয়েন্টেশন

নাটোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বরণ ও শিক্ষা ওরিয়েন্টেশন

নাটোর রাণী ভবানী সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও শিক্ষা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা খানমের সভাপতিত্বে এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

ওরিয়েন্টেশনে কলেজের অনার্স শিক্ষাক্রমের ছয়টি বিষয়ে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর