শিরোনাম
২৬ জানুয়ারি, ২০২৩ ১৭:২৫

গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপিং

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপিং

গোপালগঞ্জে সরস্বতী পূজা উপলক্ষ্যে সরকারি বঙ্গবন্ধু কলেজে বিনা মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বরে মতুয়া রক্তদান সংসদের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয় ।

সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান  সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, গনিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম বিশ্বাস সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ মতুয়া রক্তদান সংসদের সাধারণ সম্পাদক মিহির বালা বলেন, রোগীর জীবন বাঁচাতে আমরা রক্তদান করে আসছি। আজ আমরা ডোনার সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সরকারি বঙ্গবন্ধু কলেজের ১৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্নয় করে দিয়েছি। তাদের স্বেচ্ছায় রক্তদানে আমরা উদ্বুদ্ধ করেছি। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর