২৭ জানুয়ারি, ২০২৩ ২১:৪৬

সরস্বতী পূজায় কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল

কুমিল্লা প্রতিনিধি

সরস্বতী পূজায় কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল

সরস্বতী পূজায় কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পূজার দ্বিতীয় দিন সরস্বতীর জ্ঞান, বিদ্যা ও সুরের দেবীর প্রতিমা নিয়ে নেচে গেয়ে হিন্দু ধর্মাবলম্বীর শিশু-কিশোর, তরুণ-তরুণীরা ট্রাক মিছিল করে।

শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউনহল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের এই ট্রাক মিছিল অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে ট্রাক নিয়ে মিছিলে শতাধিক পূজা মণ্ডপ, মন্দির অংশগ্রহণ করে।

ট্রাকে প্রতিমা সাজিয়ে মিউজিক বাজিয়ে দুপুরের পর থেকে বিভিন্ন পূজা মণ্ডপ, মন্দির ট্রাক নিয়ে এক এক করে টাউন হল মাঠে এসে জড়ো হয়। এরপর নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর ও লিবার্টি মোড় হয়ে রাজগঞ্জ সড়কে চলে যায় ট্রাক মিছিলটি। হিন্দু ধর্মাবলম্বীদের ট্রাক মিছিলের উদ্বোধন করেন সংরক্ষিত সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাড. আনিছুর রহমান মিঠুসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর