গাজীপুরে বাবা-মা’র কাছে বেড়াতে এসে বিষক্রিয়ার মারা গেছে দুই বোন। গাজীপুর সিটি করপোরেশনের সালনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আশামনি (৬) ও তার ছোট বোন আলিফা আক্তার (দেড় বছর) শেরপুর জেলার টিকারচর থানার দীঘলদী গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সিয়াম (ছয় মাস) ওই একই এলাকার হীরা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শিশু আশামনি ও তার ছোট বোন আলিফা আক্তারকে শেরপুরে তাদের নানীর কাছে রেখে তাদের বাবা আশরাফুল ইসলাম ও মা সফুরা বেগম গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকরি করেন। শনিবার ওই শিশু দু’টিকে নিয়ে বাবা-মা’র কাছে বেড়াতে আসেন তাদের নানী। রবিবার সকালে আশরাফুল তার দুই শিশু সন্তানকে বাসার পাশের একটি দোকান থেকে খাওয়ার জন্য ড্যানিস ও কেক কিনে দেয়। এর কিছুক্ষণ পরই পর্যায়ক্রমে শিশু তিনটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশামনি ও আলিফাকে মৃত ঘোষণা করেন। একইভাবে তাদের ভাড়া বাসার অপর শিশু সিয়ামও অসুস্থ হয়ে পড়লে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, মৃত অবস্থায় শিশু দুটিকে হাসপাতালে আনা হয়েছিল। খাদ্যে বিষক্রিয়ায় দুটি শিশুর মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা ঠিক হবে না। সিয়াম আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান ওই চিকিৎসক।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, শিশুদের সাথে তাদের বাবাও ওই খাবার খেয়েছে। কিন্তু বাবার কোনো সমস্যা হয়নি, শিশুদের কেন হল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা নির্নয়ের জন্য কিছুটা সময় লাগবে।
বিডি প্রতিদিন/হিমেল