লক্ষ্মীপুরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যাথামুক্তভাবে ২ হাজার ৩০০ শিশুর সুন্নাতে খতনা করানো হয়েছে। জনকল্যাণমূলক সংস্থা স্মার্ট ফাউন্ডেশন ও তুরস্কের ইন্ট্যারন্যাশনাল ফ্র্যাটার্নিটি অ্যাসোসিয়েশনের (ইফা) আয়োজনে ৪ দিনব্যাপী টার্কিশ ফুড মেলায় বিনামূল্যে এসব শিশুদের খতনা করানো হয়।
রবিবার সন্ধ্যায় মেলার শেষ দিনে এ তথ্য জানান আয়োজকরা।
জেলার রামগঞ্জের নরিমপুর এলাকায় স্মার্ট একাডেমিতে অনুষ্ঠিত এ মেলায় টার্কিশ পিজ্জা, বার্গার, বিরিয়ানি, কফি, বাকলাভা ও লুকোমসহ ২০ ধরনের মুখরোচক খাবার পসরার ৫ টি স্টল দৃষ্টি কাড়ে সবার। এ আয়োজনে গ্রামের মানুষগুলো বিদেশি খাবারের সঙ্গেও পরিচিত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালের ১০ জন চিকিৎসক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যাথামুক্ত পদ্ধতিতে সুন্নাতে খতনা করেছেন।
এ ব্যাপারে স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দ্বিতীয়বারের মতো আমাদের এ আয়োজন ছিল। এতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল