৩০ জানুয়ারি, ২০২৩ ১৬:৩৭

লালমনিরহাটে ওয়াজেদ আলী হত্যায় প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ওয়াজেদ আলী হত্যায় প্রধান আসামি গ্রেফতার

বাবু

লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ, আওয়ামীগ নেতা এম. ওয়াজেদ আলী হত্যার প্রধান আসামী নাহিদুজ্জামান বাবু (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাটগ্রাম উপজেলার মুন্সীহাট সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আসামী নাহিদুজ্জামানকে অদালতে তোলা হয়েছে। অভিযুক্ত নাহিদুজ্জামান বাবু পাটগ্রাম পৌর এলাকার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়ার আব্দুস সামাদ প্রধানের ছেলে। নিহত এম ওয়াজেদ আলী তাদের প্রতিবেশী ছিলেন। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। পুলিশ সুপার সাইফুল ইসলাম সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, আটক প্রধান আসামীকে আদালতে তোলা হয়েছে। ১৬৪ ধারায় সে জবানবন্দি দিয়েছেন। রিমান্ডও চাওয়া হবে।
অন্যদিকে. পাটগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীগ নেতা এম ওয়াজেদ আলীর হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও দোষিদের শাস্তি দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সোমবার পাটগ্রাম উপজেলা সম্মিলিত নাগরিক সমাজের ডাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হরতাল চলবে বলে জানা গেছে।
হরতালকে ঘিরে পাটগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়কে পিকেটিং করা হয়। বন্ধ রয়েছে খাবারসহ বিভিন্ন দোকানপাট। পাটগ্রাম থেকে লালমনিরহাট বা রংপুরগামী সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল ও সমাবেশ করা হয়।

পাটগ্রাম উপজেলা জগতবের ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য আলাউদ্দিন সুমন বলেন, বীর মুক্তিযোদ্ধার হত্যার প্রকৃত ঘটনা উৎঘাটন ও জড়িতদের ফাসির দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। মহাসড়কে কোন প্রকার যানবাহন পাটগ্রাম আসতে ও ছেড়ে যেতে পারছে না।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বীর মুক্তিযোদ্ধা হত্যাকান্ডের মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পাটগ্রামে দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ আছে পাশাপাশি জনগণের নিরাপত্তায় শহরের মোড়ে মোড়ে পুলিশ টহল রয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর