রাগবি খেলাকে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ রাগবি ফেডারেশনের আয়োজনে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ৪ জন শিক্ষিকা ও ৮ জন খেলোয়াড় মোট ২৮ জন ক্রীড়া শিক্ষক ও খেলোয়াড় এ কর্মশালায় অংশ নেন।
বাংলাদেশ রাগবি ফেডারেশনের কোচ ও সিইও এবং আন্তর্জাতিক রেফারি নাজমুস সাকিব জানান, আমাদের দেশে রাগবি খেলাকে জনপ্রিয় করার লক্ষ্যে ৬৪ টি জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ জেলাতেই প্রশিক্ষণ শেষ হয়েছে। স্কুল পর্যায় থেকে রাগবি খেলা শুরু করতে যাচ্ছি। যে কারণে ২০ জন ক্রীড়া শিক্ষক ও ৮ জন খেলোয়াড়কে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে। এসব শিক্ষকদের মাধ্যমে প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রীদের এ খেলার প্রশিক্ষণ দেয়া হবে। ৩ দিনের প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র প্রদান করা হয়। বাংলাদেশ রাগবি ফেডারেশনের কোচ হিসেবে আরো উপস্থিত ছিলেন সুমাইয়া।
বিডি প্রতিদিন/হিমেল