বাগেরহাটের মোরেলগঞ্জে দুই দফায় ৪২০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টার বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে দ্বিতীয় দফায় এডিবি’র অর্থায়নে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু ২ কেজি করে ভুট্টার বীজ তুলে দেন কৃষকদের হাতে। এ বছর ৫০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণ।
কৃষি অফিস আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম ও উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, গত বছর মোরেলগঞ্জে ২০০ জন কৃষক সরকারি প্রণোদনার ভুট্টার বীজ পেয়ে ২৭ হেক্টর জমিতে ২২৭ মেট্রিক টন ভুট্টা উৎপাদন করেন। এ বছর ৪২০ জন কৃষক ৫৬ হেক্টর জমিতে ৫০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
বিডি প্রতিদিন/এমআই