জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের আশ্বাসে দেশের সকল কাস্টমস হাউস এবং স্থল বন্দরে ডাকা দু’দিনের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে ফেডারেশন অব কাস্টমস সিএন্ডএফ এজেন্ট।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে ফেডারেশনের আহ্বানে সকল বন্দর সমুহে স্ব স্ব বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ কাস্টমস গেটে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে সকাল ১০টার দিকে সিএন্ডএফ এজেন্টদের দাবি দাওয়ার প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আগামী ৭ তারিখ আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে পত্র দেয়। এরপর বেলা ৩টার দিকে ফেডারেশন নেতৃবৃন্দ জরুরি মিটিংয়ে বসে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয়।
ফলে দুপুরের পর থেকে বেনাপোলসহ সকল কাস্টমস হাউস এবং স্থল বন্দরে আমদানি-রপ্তানি চালুসহ মালামাল লোড আনলোডের কাযর্ক্রম শুরু হয়।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি খায়রুজ্জামান মধু সাংবাদিকদের সাথে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
উল্লেখ, সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বিরোধী বিভিন্ন কালাকানুন বাতিলসহ একাধিক দাবিতে ফেডারেশন অব কাস্টমস সিএন্ডএফ এজেন্ট দেশব্যাপী কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়।
বিডি-প্রতিদিন/বাজিত