২ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:২০

বারির কৃষিতত্ত্ব বিভাগের গবেষণা কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

বারির কৃষিতত্ত্ব বিভাগের গবেষণা কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কৃষিতত্ত্ব বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার কৃষিতত্ত্ব বিভাগের গবেষণা কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস অনুষ্ঠানে বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, কর্মকর্তা, বৈজ্ঞানিক সহকারী, কর্মচারী এবং শ্রমিক অংশগ্রহণ করেন।

বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বারির কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. দিলোয়ার আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো তারিকুল ইসলাম এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসি ইসলাম। মাঠ দিবস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাসমিন আরা চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনজুমান আরা বেগম। অনুষ্ঠান শুরুর পূর্বে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে বারির কৃষিতত্ত্ব বিভাগের বিভিন্ন ফসলের গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং গবেষণা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর