বাগেরহাটের মোরেলগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করতে গিয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি বাচ্চু মৃধাকে গ্রেফতাার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক ও সহপাঠিরা। রবিবার দুপুরে সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এই মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্যসহ ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারি শিক্ষক সোহেলী পারভিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. হারুন হাওলাদার, কবির মৃধা, শিক্ষার্থী মায়েদা আক্তার ওই ছাত্রীর মা বক্তৃতা করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি বাচ্চু মৃধা কৌশলে ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময়ে ওই শিক্ষার্থী ডাক চিৎকার ও বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে বাচ্চু মৃধা পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রীর মা জিউধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি বাচ্চু মৃধাকে (৪৫) একমাত্র আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা করলেও পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি। অবিলম্বে বাচ্চু মৃধাকে গ্রেফতারের দাবী জানান বক্তারা।বিডি প্রতিদিন/এএম