আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। আমাদের কৃতি খেলোয়াড়গণ দেশের জন্য সুনাম বয়ে আনছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তৃনমূলে ভালো খেলোয়াড় গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। এতে করে শিশু কিশোররা পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় আগ্রহী হয়ে উঠছে। বিশ্বের মধ্যে যে কয়েকটি দেশ ক্রিকেটে সেরা বাংলাদেশ তার মধ্যে অন্যতম।
তিনি বলেন, নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে ভালোমানের খেলোয়াড় গড়ে তুলতে হবে। পাশাপাশি নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এতে করে দক্ষ ও ভালোমানের খেলোয়াড় গড়ে উঠবে। যারা দেশে বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম বয়ে আনবে। তিনি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা করার জন্য তরুন যুবসমাজের প্রতি আহবান জানান।
তিনি রবিবার বিকেলে সারিয়াকান্দি উপজেলার শোলারতাইড় পাইলট ক্লাবের আয়োজনে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
কুতুবপুর ইউনিয়নের শোলারতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়রাম্যান গাজীউল হক গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, আব্দুল মান্নান মহিলা কলেজের প্রিন্সিপাল শাহ আলম লতা, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাছেল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদী হাসান রবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর, স্বেচ্ছাসেবকলীগ নেতা এবিএস সবুজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম