টাঙ্গাইলের সখীপুরে হৃদয় ইসলাম বাবু (৫২) নামের প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা। রবিবার বিকেলে পৌর এলাকার একটি ভাড়া বাসায় থেকে তাকে আটক করা হয়। সে সাভার ডেইরি ফার্ম এলাকার মিন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় সখীপুর থানায় প্রতারণার মামলা দিয়েছে পুলিশ।
জানা যায়, সখীপুরের বিভিন্ন মানুষকে ওয়াকফ স্ট্যাটের জমি পাইয়ে দেওয় লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো হৃদয় ইসলাম বাবু। নিজেকে নবাবদের ওয়াকফ স্ট্যাটের জমি উদ্ধারের কর্মকর্তা বলে পরিচয় দিতো। এ নিয়ে প্রতারণায় শিকাড় হওয়া একাধিক ব্যক্তি উপজেলা ভূমি অফিসকে অবগত করে। সহকারী কমিশনা (ভূমি) জাকিয়া সুলতানা প্রমাণসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে থানা পুলিশে দেয়।
সহকারী কমিশনা (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, ওয়াকফ স্ট্যাটের জমি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে মানুষের সাথে প্রতারণ করে আসছিলো হৃদয় ইসলাম বাবু নামের এক প্রতারক। প্রমাণসহ তাকে অটক করে পুলিশে দিলে তার বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, প্রতারক চক্রের এক সদ্যকে আটক করে মামলা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম